পথ ও জীবন বাংলা কবিতা - সুদিপ তন্তবায় | Poth O Jibon Bangla Poem - Sudip Tontobai

পথ ও জীবন

সুদিপ তন্তবায়

পথ ও জীবন বাংলা কবিতা - সুদিপ তন্তবায় | Poth O Jibon Bangla Poem - Sudip Tontobai

পথগুলো সব শাড়ির আঁচলে কাঁদে
কাঁদতে তবুও কে যেন করেছে মানা!
ধোঁয়াশার বিষে লীন হয়ে গেছে নদী
ভেসে রয় আজও ভ্রান্ত কচুরিপানা।

পথগুলো আজও অবাধ্য রঙ মাখে
রঙয়ের শহরে ভোরের শান্ত নদী।
আবেগি স্বপ্ন বছর ডিঙিয়ে ভাবে-
ছায়াঘেরা পথে ফিরে আসতাম যদি!

পথগুলো আজ পথিক হয়েছে তবু
পিছুটান কাঁদে ঘুম হারানোর রাতে।
রাত জাগে কত উপন্যাসের তারা
ছোটগল্পেরা কেঁদে চলে ফুটপাতে।

পথগুলো কেন স্বেচ্ছাচারিতা খোঁজে
আদুরে শহর দিয়ে যায় কেন আড়ি?
তোমাদের পথ কবিতায় থাকো ভালো
ভালো থাকো যত অবাধ্য বাহাদুরি


Post a Comment

0 Comments